Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় আন্দোলনকারী বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ

আন্দোলনকারী বন্দিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে শ্রীলঙ্কায়। গতকাল বুধবার (২ নভেম্বর) রাজধানী কলম্বোয় রাজপথে নামে হাজারও মানুষ। খবর এপির।

বিক্ষোভে যোগ দেন বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতা, শ্রমিক ইউনিয়ন নেতা ও মানবাধিকার কর্মীরাও। বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন বাতিলের দাবিও জানান বিক্ষোভকারীরা। মিছিল নিয়ে প্রধান রেলস্টেশনের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ঘিরে রাখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিক্ষোভকারীরা জানান, দুই ছাত্র নেতাকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে ৭৪ দিনের বেশি। চলতি বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা। স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় গত জুলাইয়ে তীব্র রূপ নেয় গণবিক্ষোভ। দেশ ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে পদত্যাগ করেন তিনি।

/এমএন

Exit mobile version