Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্টাসে রোনালদো

শেষ পর্যন্ত সব গুঞ্জনের নিরসনে জানা গেলো রিয়াল মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্টাসে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হয়েও বেতনের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নন সি আর সেভেন। তাই এই পর্তুগিজ তারকা দাবি করেছিলেন মেসি ও নেইমারের মতো বছরে ৪০ মিলিয়ন ইউরো দিতে হবে। কিন্তু তা মানেন নি ক্লাব মালিক। উল্টো জানিয়ে দেয় তার বয়স এখনই ৩৩, চুক্তি করা আছে ২০২১ সাল পর্যন্ত।

যাই হোক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন ইউরোর বদলে রোনালদোকে ছেড়ে দেন য়্যুভেন্টাসে। এ গ্রীষ্মেই দলে যোগ দিবে রোনালদো।

এর আগে ২০০৯-১০ মৌসুমে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ইউনাইটেড থেকে রোনালদোকে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

Exit mobile version