Site icon Jamuna Television

সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইডেন

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইডেন। ৬৮ মিনিটে জয়সুচক গোলটি করেন এমিল ফোর্সবাগ।

কার্ড জটিলতায় এই এই ম্যাচে খেলতে পারেননি সুইডেনের লারসন। নিষেধাজ্ঞার কারণে সুইজারল্যান্ডের হয়ে মাঠে নামা হয়নি দুই ডিফেন্ডার ফ্যাবিয়ান আর লিস্টেইনার। তবে শুরু থেকে বেশ কয়েকটি আক্রমণ হলেও গোল পায়নি দু’দলই।

গোলশূন্য প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো সুইডেনের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি অলা তইভনেন। তবে ৬৬ মিনিটে সেই অলার পাস থেকে সুইডিশদের এগিয়ে নেন এমিল ফোর্সবাগ। এরপর সুইসদের সমতায় ফেরানোর সুযোগ শাকিরি-রদ্রিগুয়েজরা। ১-০ গোলের জয় নিশ্চিত হয় সুইডেনের শেষ আট।

Exit mobile version