Site icon Jamuna Television

সাকিবের ফালতু কথা বলা উচিত নয়: শেবাগ

অ্যাডিলেড ওভালে ভারতের কাছে বাংলাদেশের হারের পর সাকিব আল হাসানের সমালোচনা করেছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ওপেনারের মতে, দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল বাংলাদেশ অধিনায়কের।

জয়ের পরই ক্রিকবাজে সাকিবের সমালোচনা করেন শেবাগ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি, ভারত এসেছে। কাল জিতলে সেটি হবে অঘটন। ভারতই ফেবারিট। সাকিবের এমন মন্তব্যের জেরেই শেবাগের সমালোচনা।

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ডি/এল নিয়মে টাইগারদের বিরুদ্ধে ৫ রানের ব্যবধানে জয় পায় ভারত। আর তাতে সেমিফাইনালে ওঠার পথ সহজ করে ফেলেছে রোহিত শর্মার দল।

৩০ বলে বাংলাদেশের যখন ৫২ রান দরকার, তখন ১২তম ওভারের প্রথম বলে আউট হন আফিফ হোসেন। ওই ওভারেরই পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হন সাকিব। সাজঘরে ফেরার আগে তিনে ব্যাটিংয়ে নামা সাকিব ১৩ রান করেন ১২ বলে।

সাকিবের ব্যাটিং প্রসঙ্গে শেবাগ বলেন, অধিনায়কের দায়িত্ব নেয়া উচিত ছিল। শান্ত (আফিফ) আগে আউট হয়েছে, সাকিবও একই ওভারে আউট হয়েছে। তারা দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। অথচ একটা জুটি হলে…এমন নয় যে ৫০ রানের জুটি গড়তে হতো। টি–টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের জুটিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

‘অঘটন’ ঘটানো নিয়ে সাকিবের বড় বড় কথা বলা উচিত নয় বলেও জানান শেবাগ। সাবেক এই ওপেনারের মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়।

/এমএন

Exit mobile version