Site icon Jamuna Television

ইনজুরিতে বিশ্বকাপ শেষ ফখর জামানের

ক্রিকইনফো থেকে নেয়া ছবি।

হাঁটুর ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের দল থেকে ছিটকে পড়েছেন ফখর জামান। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে মোহাম্মদ হারিসকে।

জানা গেছে, ডান হাঁটুতে ইঞ্জুরির কারণে দল থেকে বাইরে রাখা হয়েছে ফখর জামানকে। গত এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়েছিল জামান। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলার পর তার হাঁটুর চোট আরও বেড়ে যায়। স্কোয়াড়ে রাখা হলেও শতভাগ ফিট না হওয়ায় দল থেকে ছিটকে যেতে হচ্ছে তাকে। যে কারণে তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ হারিস।

/এসএইচ

Exit mobile version