Site icon Jamuna Television

ফতুল্লায় ডাকাত দলের ছয় সদস্যসহ গ্রেফতার ১৬

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টার সময় ডাকাত দলের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলা সদরের ফতুল্লা থানার মাসদাইর খানকাহ শরীফের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ফতুল্লা থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দ থেকে পনের জনের একদল ডাকাত অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সাত আটজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে ছয়জন। তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তলসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া একই রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নয় পলাতক আসামিসহ সাব্বির নামে এক দাগী আসামিকে গ্রেফতার করেছে। সাব্বিরের বিরুদ্ধে ইতোপূর্বে চুরি, ডাকাতি, হত্যা ও মাদকসহ এগারোটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইউএইচ/

Exit mobile version