Site icon Jamuna Television

বাধা দিয়ে সফল হবে না সরকার, গণসমাবেশে লোক বাড়বে: রিজভী

ফাইল ছবি।

বাধা দিয়ে সফল হবে না সরকার, বরং বিভাগীয় গণসমাবেশে লোক বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, বিদেশিদের দয়া আর আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে টিকে আছে সরকার। ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণআন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইউএইচ/

Exit mobile version