Site icon Jamuna Television

ময়মনসিংহ ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু

ময়মনসিংহ ও যশোরে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা মাদক কারবারী। তবে, নিহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মাদকের চালান হাতবদল হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে ময়মনসিংহের হবিরবাড়ী ইউনিয়নের খন্দকার পাড়ায় অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় গুলি চালায় পুলিশও। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী জালালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালের বিরুদ্ধে হত্যা-মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, যশোরে দু’দল মাদককারবারীর গোলাগুলিতে শহীদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহতের দাবি করেছে পুলিশ।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version