Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকাতে স্কুলে চুরি, সব ইট খুলে নিয়ে গেলো চোরেরা

জীবনে নানা রকম চুরির ঘটনা শুনে থাকি আমরা। কারণ আমাদের আশপাশে হরহামেশাই এমন ঘটনা ঘটতে থাকে। কিন্তু এবার সবাইকে অবাক করে দিয়ে এক অদ্ভুদ চুরির ঘটনা ঘটেছে। যা দেখে চোখ কপালে ওঠার উপক্রম। কিছু চোর একটি গোটা স্কুল চুরি করে লাপাত্তা হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর তথ্য মতে, চোরেররা স্কুলটি এমনভাবে চুরি করেছে যে সেখানে ভবনটির ফাউন্ডেশন ছাড়া আর কিছুই বাকি নেই। অর্থাৎ তারা স্কুলটির প্রতিটি ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে।

স্থানীয়দের মতে, মাদকাসক্ত কিছু ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছে। তারা স্কুলটির প্রতিটি জানালা ৫৫০ ও প্রতিটি ইট প্রায় ৩ টাকা করে বিক্রি করেছে।

২০১৯ সালে সন্ত্রাসী কর্যক্রমের অভিযোগে দেশটির শিক্ষা বিভাগ স্কুলটি বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানটির সব চুরি হতে থাকে। অবশেষে এখন আর কিছুই বাকি নেই।

এটিএম/

Exit mobile version