Site icon Jamuna Television

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান স্ট্রাইকার টিমো ভেয়ার্নার

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান স্ট্রাইকার টিমো ভেয়ার্নার। গোল ডট কম’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এঙ্কেল ইঞ্জুরির কারণে তিনি মিস করতে চলেছেন কাতার বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লীগের খেলায় শাখতার দোনেৎস্ক’র বিপক্ষে খেলার সময় ইঞ্জুরিতে পড়েন তিনি।

এক বিজ্ঞপ্তিতে তার ক্লাব আরবি লাইপজিগ জানায়, ইঞ্জুরির কারণে কাতার বিশ্বকাপ খেলতে পারবেন না টিমো ভেয়ার্নার।

টিমোর এই খবরে জার্মান জাতীয় দলের কোচ হ্যান্সি ফ্লিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, টিমো দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার অনুপস্থিতি দলের জন্য অনেক ক্ষতিকর। আমি তার দ্রুত সুস্ততা কামনা করছি।

/এনএএস

Exit mobile version