Site icon Jamuna Television

অটোরিকশার ধাক্কায় মায়ের সামনেই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ঘুরতে গিয়ে মায়ের সামনেই ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার খোয়াসাগর দিঘীর পশ্চিম পাশে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ফাতেমা তার মা ও খালার সাথে খোয়াসাগর দিঘীরপাড়ে ঘুরতে আসে। পরে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়৷ এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কোথাও কাউকে পাওয়া যায়নি। খোঁজ নেয়া হচ্ছে।

/এনএএস

Exit mobile version