Site icon Jamuna Television

ইমরান খানের ওপর হামলার নিন্দা জানালেন শোয়েব আখতার

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর হামলা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে এক বন্দুকধারী ইমরানকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে তার এক পায়ে গুলি লেগে আহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সাবেক এই অধিনায়কের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার।

পাকিস্তানের সাবেক পেস মহাতারকা শোয়েব আখতারও এই হামলার নিন্দা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ইমরান ভাইয়ের ওপর হামলার খবর শুনলাম। আলহামদুলিল্লাহ, তিনি শঙ্কামুক্ত। এই হামলার নিন্দা জানাই।’

/এনএএস

Exit mobile version