Site icon Jamuna Television

রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, আলু ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের মিঠাপুকুরে বাস ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে মোকছেদুল হক (৪৫) নামে এক আলু ব্যবসায়ীর মারা গেছে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাইওয়ে পুলিশের বড়দরগস থানার ইনচার্জ শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার বিকালে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কের গড়েরমাথায় সঠিবারি থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর যাত্রী মোকসেদুল ইসলাম এবং ফজলুল হক গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোকসেদুল। তিনি পেশায় একজন আলু ব্যবসায়ী।

হাইওয়ে পুলিশ আরও জানায়, নিহত মোকছেদুল উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটিতে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

এটিএম/

Exit mobile version