Site icon Jamuna Television

হ্যামস্ট্রিং ইনজুরিতে লিটন, অনিশ্চিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ টু’তে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত লিটন কুমার দাস। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে ইনফর্ম এই ক্রিকেটারের।

ভারতের বিপক্ষে ম্যাচে রান আউটের সময় চোট পান লিটন। চলাফেরা করতে পারলেও কিছুটা ব্যথা অনুভব করছেন এই ওপেনার। তাই অনুশীলন থেকে লিটনকে দেয়া হয়েছে বিশ্রাম।

টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, শনিবার ও ম্যাচের দিন (৬ নভেম্বর) ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা।

আরও পড়ুন: লিটনে মুগ্ধ হয়ে ব্যাট উপহার দিলেন কোহলি

/এম ই

Exit mobile version