Site icon Jamuna Television

মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

হাসপাতালে স্বজনদের আহাজারি।

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত হয়েছে। নিহতরা হলো ইয়াসিন আরাফাত, রাব্বি মিয়া ও তাদের এক বন্ধু মোকামিয়া। দরবার শরীফে মাহফিল শুনে ফিরছিল তারা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার খানের হাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ওই তিন কিশোর দরবার শরীফে মাহফিলে যায়। রাতে মোটরসাইকেলে করে ফেরার সময় খানের হাট এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারায় তারা।

পুলিশের ধারণা, বেপরোয়া গতির কারণে কোনো পরিবহনের সাথে ধাক্কা লেগে কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

এসজেড/

Exit mobile version