Site icon Jamuna Television

টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, থেমেছে অ্যালেন-ঝড়

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ঝড় তুলে আউট হওয়ার পর শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের স্কোর ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৪ রান।

সাবধানী শুরুর পর হাতখুলে খেলতে থাকেন দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৫২ রান। ১৮ বলে ব্যক্তিগত ৩২ রানে মার্ক অ্যাডেয়ারের শিকার হন অ্যালেন। কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে ৪৪ রান যোগ করার পর গ্যারেথ ডেলাইনিকে তুলে মারতে গিয়ে লং অনে অ্যাডেয়ারের হাতে ধরা পড়েন কনওয়ে।

এই ম্যাচে জয় পেলে আসরের শেষ চার নিশ্চিত করবে নিউজিল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে কিউইদের সাথে অবস্থান করছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলে এক নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের দল। এদিকে ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড।

আরও পড়ুন: হ্যামস্ট্রিং ইনজুরিতে লিটন, অনিশ্চিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে

/এম ই

Exit mobile version