Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প পিল’র আগ্রাসন

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে ট্রাম্প পিল

নতুন এক মাদক ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এর নাম ‘ট্রাম্প পিল’। উত্তেজক এই পিলটির নকশা করা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে৷

দ্যা গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই মাদক মানুষের শরীরে বিশেষ ধরনের উত্তেজনা সৃষ্টি করে। এটি গ্রহণ করলে শরীরে যৌন চাহিদা বাড়ে। নাইট পার্টিসহ বিভিন্ন অনুষ্ঠানে তরুণরা ট্রাম্প পিলের দিতে ঝুঁকছে।

সম্প্রতি, ইন্ডিয়ানা রাজ্য থেকে এই মাদকের একটি বড় চালান জব্দ করেছে পুলিশ৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমলা রঙের ট্যাবলেটগুলো ইন্ডিয়ানাসহ আশপাশের রাজ্যগুলোতে পাচার করার জন্যই সেখানে জমা করা হয়েছিল৷

ট্যাবলেটগুলো উদ্ধারের পরই চমকে যায় পুলিশ। ট্রাম্পের মুখের আদলের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি যে স্লোগান ব্যবহার করেছিলেন তাও লেখা রয়েছে ট্রাম্প পিলের পেছনে। কোনো কোনোটির পেছনে খোদাই করা রয়েছে ট্রাম্পের নামও!

এ মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা জানিয়েছে পুলিশ। বলছে, পাচারকারীদের গোপন আস্তানা খুঁজে বের করে অভিযান চালানো হবে।

এরই মধ্যে ট্রাম্প পিল গ্রহণ ও পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version