Site icon Jamuna Television

স্কুল ব্যাগে বহনকালে চার কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো.আবুল বাশার (৫৫)।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৪ কেজি গাঁজাসহ মো.আবুল বাশার (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি বাশার কে আটক করা হয়। পরে তার সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

/এসএইচ

Exit mobile version