Site icon Jamuna Television

ফেনীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ফেনীর উত্তর শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুর ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহত যুবকের পরিচয় জানতে পারেনি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, বেলা ১১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশন অতিক্রম করার পর এক যুবক ট্রেনে কাটা পড়েছে বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত মরদেহের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে লাকসাম জিআরপিতে মামলার প্রস্তুতি চলছে।

ইউএইচ/

Exit mobile version