Site icon Jamuna Television

জিতেও স্বস্তিতে নেই অজিরা, নিতে হবে শ্রীলঙ্কার পক্ষ

ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের ওঠার মিশনে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসলেও স্বস্তি নেই অজি শিবিরে। কারণ, আগামীকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে তাদের। আফগানিস্তানকে যদি অস্ট্রেলিয়া আজ ১২২ রানে অলআউট করে দিতে পারতো তাহলে ইংল্যান্ড জিতলেও অনেক হিসেব দাঁড়াতো। কিন্তু সেখানে ব্যর্থ অস্ট্রেলিয়া। হারতেই বসেছিল অস্ট্রেলিয়া। আর সেজন্য সকল হিসেব শেষ।

ইংল্যান্ড যদি জিতে যায়, তাহলে বর্তমান চ্যাম্পিয়নসদের নিজ দেশে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে।

এর আগে, আফগানিস্তানকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪ রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৪ রানে থামে আফগানিস্তান।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ-গুলবাদিন নাইবরা জয়ের স্বপ্ন দেখান আফগানিস্তানকে। নাইব ৩৯ ও গুরবাজ ৩০ রান করে আউট হলে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। এক ওভারে ৩ উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। শেষ দিকে রশিদ খান ২৩ বলে ৪টি ছক্কা আর ৩টি বাউন্ডারি হাঁকিয়ে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেললেও পরাজয় এড়াতে পারেননি। ৪ রানের জয় পায় অজিরা।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। অ্যাডিলেইডে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের শুরুতে ওপেনার ক্যামেরোন গ্রিনকে হারায় অজিরা। ২৫ রান করে নাভিন উল-হকের শিকার হন ডেভিড ওয়ার্নার। ৪৫ রান করে ক্যাচ আউট হন মিচেল মার্শ। মূলত গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ৫৪ রানে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া।

/এনএএস

Exit mobile version