Site icon Jamuna Television

খেরসনের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিলেন পুতিন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের খেরসন অঞ্চলের বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

শুক্রবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা আরআইএ এ খবর নিশ্চিত করে। এর আগে গেলো সেপ্টেম্বর মাসে রাশিয়া খেরসন অঞ্চলকে নিজেদের বলে অন্তর্ভুক্ত করে।

আরআইএ’র তথ্য মতে শুক্রবার ক্রেমলিনপন্থী কর্মীদের সাথে এক বৈঠকে পুতিন জানিয়েছেন, অতি দ্রুত বেসামরিক নাগরিকদের সেখান থেকে সরে যেতে। যেনো তারা কোনো ভোগান্তিতে না পড়েন।

এটিএম/

Exit mobile version