Site icon Jamuna Television

ধৈর্য রাখতে না পেরে বিরাটকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানালো পাকিস্তানি পেসার

ছবি: সংগৃহীত

শনিবার (৫ নভেম্বর) ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি।

কিন্তু ৫ নভেম্বর পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারলেন না ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ক্রিকেট দলের পেসার দাহানি। অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বসলেন তিনি। নিজের এক টুইটার পোস্টে তিনি বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ক্রিকেট যার জন্য এতো সুন্দর তার জন্মদিন ৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। শুভ জন্মদিন বিরাট কোহলি।

পোস্টে তিনি বিরাটকে ভাই সম্বোধন করে আরও লেখেন, জীবনকে উপভোগ করে যাও এবং বিশ্বকে বিনোদন দিতেই থাকো।

প্রসঙ্গত, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানকে বিধ্বংসী এক ইনিংসে বলা যায় একাই হারিয়েছিলেন বিরাট কোহলি। বিরাটের ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ওপর ভিত্তি করেই জয় পায় ভারত।

/এনএএস

Exit mobile version