Site icon Jamuna Television

বাইডেনের কথার কড়া জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরান ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শুক্রবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতা দেয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথার জবাবে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

রাইসি তার বক্তৃতায় বলনে, আমি মার্কিন প্রেসিডেন্টকে বলতে চাই, ইরান ৪৩ বছর আগেই ইসলামি বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইরানের বিক্ষোভকারী জনগণ খুব শিগগিরই দেশটিকে মুক্ত করবে।

এটিএম/

Exit mobile version