Site icon Jamuna Television

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ৫ বলের ওভার

ছবি: সংগৃহীত

অ্যাডিলেড ওভালে আজ অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের ১টি ওভার শেষ করা হয়েছে ৫ বলে। মাঠের উত্তেজনায় বলের হিসাব গুলিয়ে ফেলেছিলেন অনফিল্ড আম্পায়ার ল্যাংটন রুসেরি ও আলিম দার। অজিদের ইনিংসের ৪ নম্বর ওভারে ঘটে এমন ঘটনা। ম্যাচের সময় সেই ভুল ধরা না পড়লেও নাভিদ উল হকের করা সেই ওভারটি নিয়ে ম্যাচের পরে চলছে আলোচনা।

পাড়ার ক্রিকেটে প্রায়ই নিজেদের নিয়ম বানিয়ে ক্রিকেট খেলে ক্ষুদে ক্রিকেট ভক্তরা। আউট হওয়ার নিয়ম, ফিল্ডিং ও ওভার প্রতি বলে পরিবর্তন এনে ক্রিকেটকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলেন তারা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই, ওভার ৬ বলেই হতে হয়। কিন্তু এবার আন্তর্জাতিক ক্রিকেটে এমন ভুলই দেখলো ক্রিকেটবিশ্ব। তাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসরে।

গ্রুপ ওয়ানে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচটি সেমিফাইনাল নিশ্চিতের জন্য অজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমন ম্যাচেই ঘটলো ১ ওভারে ৫ বলের এই অদ্ভুত ঘটনা। অস্ট্রেলিয়ার ইনিংসে আফগানদের করা ৪ নম্বর ওভারটিতে ৬টি বলের জায়গায় হয়েছে ৫টি বল। ওভারটি করেছিলেন আফগান পেসার নাভিদ উল হক। ক্রিজে ছিলেন ওয়ার্নার ও মার্শ। নাভিদের করা ৩ নম্বর বলের পর এক ফিল্ডিংয়ে হযবরল দেখা দেয় আফগান ফিল্ডারদের মধ্যে। তখনি একটি বলের হিসাব গুলিয়ে ফেলেন অন ফিল্ড আম্পায়ার দক্ষিণ আফ্রিকার ল্যাংটন রুসেরি। ফলে ৬টি বলের জায়গায় ৫টি বলেই শেষ হয় সেই ওভারটি। এমনকি তাকে সহযোগিতা করতে পারেননি অভিজ্ঞ পাকিস্তানি আম্পায়ার আলিম দারও। বিশ্বকাপের মতো বড় আসরে এমন ভুল এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইউএইচ/

Exit mobile version