Site icon Jamuna Television

হত্যাচেষ্টায় শেহবাজ শরীফ জড়িত: ইমরান খান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সাল নাসির তাকে হত্যাচেষ্টায় জড়িত ছিল।

শুক্রবার (৪ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এমন দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অভ্যন্তরীন ব্যক্তিরা আমাকে বলেছেন তাদের জড়িত থাকার বিষয়টি। ওয়াজিরাবাদের সমাবেশের আগের রাতেই আমাকে হত্যার পরিকল্পনা করে তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ নভেম্বর) পিটিআই’র লংমার্চ গুজরানওয়ালার আল্লাওয়ালা চক পার হওয়ার সময় শুরু হয় গুলিবর্ষণ। এ ঘটনায় ডান পায়ে তিনটি গুলিবিদ্ধ হন সাবেক এই প্রধানমন্ত্রী। ঘটনাস্থলে প্রাণ হারান দলীয় এক কর্মী, আহত হন শীর্ষ নেতাসহ আরও ৯ জন।

মূলত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর লাহোরে এই লংমার্চ কর্মসূচি শুরু করেন ইমরান খান। ১১ নভেম্বর ইসলামাবাদে মহাসমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা এই কর্মসূচির।

/এনএএস

Exit mobile version