Site icon Jamuna Television

তীব্র খরায় কেনিয়ায় মারা যাচ্ছে শত শত বন্যপ্রাণী

ছবি: সংগৃহীত

তীব্র খরায় হাতি এবং বিপন্ন গ্রেভিস জেব্রাসহ কেনিয়ার শত শত বন্য প্রাণী মারা গেছে। কয়েক দশকের মধ্যে পূর্ব আফ্রিকায় সবচেয়ে খারাপ খরা দেখা দেয়ায় সেখানকার বন্য প্রাণী মারা যাচ্ছে।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস এবং অন্যান্য সংস্থা গত ৯ মাসে ২০৫টি হাতি, ৫১২টি বন্য হরিণ, ৩৮১টি সাধারণ জেব্রা, ৫১টি মহিষ, ৪৯টি গ্রেভিস জেব্রা এবং ১২টি জিরাফের মৃত্যু গণনা করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে কেনিয়ার অ্যাম্বোসেলি, সাভো ও লাইকিপিয়া-সাম্বুরু ইকোসিস্টেম। তারা আম্বোসেলিতে বন্য প্রাণীর জরুরি বায়বীয় শুমারি করার আহ্বান জানিয়েছিলেন, যাতে সেখানে বন্য প্রাণীদের ওপর খরার প্রভাব সম্পর্কে বিস্তৃত ধারণা পাওয়া যায়।

/এনএএস

Exit mobile version