নিহত সুধীর সুরি। ছবি: সংগৃহীত।
ভারতে আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে শিবসেনা নেতা সুধীর সুরির। পাঞ্জাবে এক বিক্ষোভ সমাবেশে তাকে গুলি করে হত্যা করা হয়। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খবর এনডিটিভির।
শুক্রবার (৪ অক্টোবর) অমৃতসরে বিক্ষোভের সময় হত্যা করা হয় কট্টরপন্থী এই হিন্দু নেতাকে। পুলিশ জানায়, একটি মন্দিরের সামনে প্রতিবাদ করছিলেন ৫৮ বছর বয়সী সুধীর। সাথে ছিল শিবসেনার নেতাকর্মীরাও। সেসময় ভিড়ের ভেতর থেকে একজন গুলি করেন সুধীরকে। এরপর মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি হয় ওই এলাকায়। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক দোকানীকে আটক করা হয়েছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিজেপি। এ হত্যাকাণ্ডের জন্য পাঞ্জাবের আম আদমি পার্টির সরকারকে দায়ী করছেন তারা। শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে ব্যাপক সমালোচিত ছিলেন সুধীর সুরি।
চলতি বছর ধর্মীয় ইস্যুতে একাধিক হত্যাকাণ্ড হয়েছে অমৃতসরে। গত মাসেই স্বর্ণমন্দিরে দাঁড়িয়ে মাদক গ্রহণের অভিযোগে হত্যা করা হয় এক ব্যক্তিকে।
এসজেড/
Leave a reply