Site icon Jamuna Television

ভয়াবহ বায়ু দূষণে দিল্লির সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের দিল্লি। এর জেরে রাজধানীর সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস চলবে। সেক্ষেত্রে কোনোভাবেই আউটডোর কোনো কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুক্রবার (৪ নভেম্বর) এ সিদ্ধান্ত জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ দিনই বন্ধ করে দেয়া হয় কারখানা ও নির্মাণাধীন সব কার্যক্রম। সরকারি-বেসরকারি অফিসগুলো অর্ধেক জনবলে চলবে বলেও নির্দেশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। শুক্রবার ভারতের রাজধানীতে সীমিত করা হয়েছে ডিজেল চালিত যান চলাচল। পানি ছিটানো ও ধোঁয়াশা প্রতিরোধী মেশিন ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন।

এরই মধ্যে দিল্লিতে বাতাসের গুণাগুণ পরীক্ষার মানদণ্ড একিউইউ সূচক ছাড়িয়েছে ৪৭০। যা বৈশ্বিক নিরাপদ মানদণ্ডের তুলনায় ১০ গুণ বেশি। চোখ জ্বালা, শ্বাসকষ্টসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছে বহু মানুষ। হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যা। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। গত কয়েক বছরের মতো এবারও দীপাবলি উৎসবে বিপুল আতশবাজির পর বেড়ে যায় দূষণ।

এসজেড/

Exit mobile version