Site icon Jamuna Television

ভারত ম্যাচ ইস্যু নিয়ে এখন ভাবতে চায় না বাংলাদেশ: শ্রীরাম

শ্রীধরন শ্রীরাম।

ভারত ম‍্যাচের ফেক ফিল্ডিং আর ভেজা মাঠ ইস্যু নিয়ে এখন ভাবতে চায় না বাংলাদেশ। সেই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় পেতে চায় টাইগাররা। এমনই মন্তব্য করেছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। বললেন, ভারতের সাথে হওয়া ম্যাচটি এখন অতীত।

অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। এ নিয়ে শ্রীরাম বলেন, বাংলাদেশে চুক্তি নবায়নের বিষয়ে এখনই কিছু ভাবছি না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই আমাদের সকল মনোযোগ। আগের ম্যাচে কী হয়েছে তা এখন অতীত। আম্পায়ার যা ভালো মনে করেছেন সেই সিদ্ধান্তই দিয়েছেন।

অবশ্য সতর্ক আছে পাকিস্তানও। ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে তা শুধরে নেয়ার কথা বলেছেন পাকিস্তানি ব্যাটার শান মাসুদ। তিনি বলেন, আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেখানে ভুল ছিল পরের ম্যাচে তা ঠিক করতে চাই। বাংলাদেশের বিপক্ষেও আমরা শতভাগ দেবো। পেশাদার দল হিসেবেই মাঠে নামবো।

এসজেড/

Exit mobile version