বিবিসি থেকে নেয়া ছবি।
জেলফেরত মাদক কারবারী ও খুনিদের সেনাবাহিনীতে যুক্ত করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গেছে, সদ্য জেল থেকে ছাড়া পাওয়া এমন ব্যক্তিদেরও ইউক্রেনে চলমান সামরিক অভিযানে পাঠানোর নির্দেশ ক্রেমলিন দিয়েছে; যাদের বিরুদ্ধে মাদক ব্যবসা অথবা খুনের অভিযোগ আছে। খবর বিবিসির।
শনিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সম্প্রতি অপরাধীদের সেনাবাহিনীতে যুক্ত করতে আইন সংশোধন করেছেন প্রেসিডেন্ট পুতিন। সংশোধিত আইনে দণ্ডপ্রাপ্ত অপরাধীদেরও সেনাবাহিনীতে (রিজার্ভ ফোর্সে) যুক্ত করার বিষয়টি রাখা হয়েছে। তবে জঙ্গিবাদ ও শিশু যৌন নির্যাতনের মতো অপরাধে শাস্তিপ্রাপ্তদের এ আইনের বাইরে রাখা হয়েছে।
এদিকে, গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি কমিশন জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনে বেসামরিকদের হত্যা এবং যৌন নির্যাতনের মতো যুদ্ধাপরাধের সাথে জড়িত রয়েছে। আর, এখন দণ্ডপ্রাপ্তদের সেনাবাহিনীতে যুক্ত করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর সিদ্ধান্তে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে, গত সেপ্টেম্বরে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিন বলেন, ছয় মাস ইউক্রেনে যুদ্ধ করলে রাশিয়ায় সাজাপ্রাপ্তদের সাজা মওকুফ করা হবে। যদিও রাশিয়ার আইনে ‘যুদ্ধে অংশগ্রহণের বদলে শাস্তি মওকুফের’ কোনো সুযোগ নেই। তবুও জেলবন্দিদের এমন প্রস্তাব দেয়া হয়েছিল।
/এসএইচ
Leave a reply