Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় আবারও ফেরিডুবি, ৪১ যাত্রী নিখোঁজ

ক’দিন আগেই সুমাত্রা দ্বীপে ফেরিডুবির শোক কাটিয়ে ওঠার আগেই আবারও ফেরিডুবির ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার জাভা দ্বীপের উত্তরে সুলাউইসি দ্বীপের উপকূল থেকে ৩০০ মিটার দূরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ডুবে গেছে একটি ফেরি। এ দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪১ জন। আর ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এএফপি।

কেএম লেসতারি নামের এই ফেরিটিতে প্রায় ১৪০ জন যাত্রী ও বেশ কয়েকটি যানবাহন ছিল। ৪৮ মিটার দৈর্ঘ্যের ফেরিটি সুলাউইসি থেকে কাছের সেলায়ার দ্বীপে যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের মুখে পড়ে। এসময় ফেরিতে থাকা ট্রাক ও অন্যান্য যানবাহন ভেসে গেছে। এক সময় ফেরিটি ডুবে যেতে শুরু করে।

উত্তাল ঢেউয়ের কারণে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। ছোট ছোট নৌকার বহর ভেসে যাওয়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বড় নৌযান ঐ অঞ্চলে যেতে পারছে না। তবে আশার কথা, বেশিরভাগ যাত্রীর গায়ে লাইফ জ্যাকেট ছিল। ফলে আরও অনেককে জীবিত উদ্ধারের আশশা করা হচ্ছে।

এর আগে, জুর মাসের শেষদিকে সুমাত্রা দ্বীপের তোবা লেকে ফেরিডুবির ঘটনায় ১৬০ নিখোঁজ হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version