পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

|

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।

শনিবার (৫ নভেম্বর) পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড়ে এ ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল জানান, নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার মোটরসাইকেলে ওই দুজন কর্মস্থলে যাওয়ার পথে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস বা পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।

এ সময় ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যান। পরে আহত অবস্থায় আরিফুল ইসলামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply