Site icon Jamuna Television

শুটিংয়ে ফিরলেন শাকিব, মানছেন না পরিচালক

পরিচালক বদিউল আলম খোকন ও চিত্রনায়ক শাকিব খান।

একের পর এক আসন্ন সিনেমার ঘোষণাতেই এ বছর পার করলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। যে কয়টি সিনেমার ঘোষণা এ বছর তিনি দিয়েছেন; এখনও তার একটিরও শুটিং করতে পারেননি। সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। কিন্তু, তিনি যে শুটিংয়ে ফিরেছেন, তা মানতে নারাজ সিনেমার পরিচালক।

জানা গেছে, শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব। শুটিং সংশ্লিষ্ট একাধিক সূত্র শুটিংয়ে শাকিবের অংশ নেয়ার তথ্য নিশ্চিত করলেও; অস্বীকার করেছেন সিনেমার পরিচালক বদিউল আলম খোকন।

জানা গেছে, ‘আগুন’ এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। এ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে জাহারা মিতুকে। সিনেমাটিতে শাকিব-জাহারা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৭ অক্টোবর কক্সবাজারে শুরু হয় ‘আগুন’ এর শুটিং। এরপর, ক্যাসিনো-কাণ্ডে সিনেমার প্রযোজক গ্রেফতার হলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমাটির ভবিষ্যৎ।

/এসএইচ
 

Exit mobile version