Site icon Jamuna Television

মুম্বাইয়ের হাসপাতাল চত্বরে মিললো শতবর্ষ পুরনো সুড়ঙ্গের খোঁজ

হাসপাতাল চত্বরে পাওয়া সুড়ঙ্গ।

মুম্বাইয়ের এক হাসপাতালের ভেতর বহু বছর পুরনো এক সুড়ঙ্গের খোঁজ মিলেছে। বলা হচ্ছে, এই সুড়ঙ্গের বয়স ১৩২ বছর। পানি চুইয়ে পড়ার সমস্যার সমাধান করতে গিয়েই মুম্বাইয়ের জেজে হাসপাতাল চত্বরে এই সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন একদল ইঞ্জিনিয়ার। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই হাসপাতালটিতে পানি চুইয়ে পড়ার সমস্যা দেখা দেয়। সেই সমস্যা সমাধানের জন্য তলব করা হয় একদল ইঞ্জিনিয়ারকে। তারা হাসপাতালটি চারপাশ থেকে খতিয়ে দেখছিলেন। এরই এক পর্যায়ে এই সুড়ঙ্গের খোঁজ পান তারা।

হাসপাতালটির কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধান পাওয়া এই ২০০ মিটার লম্বা সুড়ঙ্গটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ১৮৯০ সালে। হাসপাতাল চত্বরের যেখানে ওই সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে, সে স্থানটি এক সময় নারী ও শিশু ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হতো। পরে সেখানে নার্সিং কলেজ তৈরি করা হয়। সেই চত্বরেই মিলেছে এ সুড়ঙ্গ। তবে এটি কেনো তৈরি করা হয়েছিল সেটি এখনও জানা সম্ভব হয়নি।

এসজেড/

Exit mobile version