Site icon Jamuna Television

এক ফ্রেমে শাহরুখ-শচীন!

একজন রূপালি পর্দার, অন্যজন বাস্তব জমিনের। ভারতের দুই জীবন্ত কিংবদন্তি- শাহরুখ খান ও শচীন টেন্ডুলকার। তাদের দুজনার দারুণ সখ্য। কিন্তু, ব্যস্ততার কারণে দেখা করার ফুসরত মেলে না খুব একটা। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই এক অনুষ্ঠানে দেখা হয়ে গেল। দেরি না করে মুহূর্তটিকে ফ্রেমবন্দি করে ফেললেন তারা। আর সেটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিজের টুইটার ও ইনস্টাগ্রামে কিং খানের সাথে একটি সেলফি পোস্ট করে লিটল মাস্টার লিখেছেন, যখন এসআরকে’র সাথে এসআরটি’র দেখা।

জানা যায়, মুম্বাইয়ে ধনকুবের ও রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি আর শ্লোক মেহতার এনগেজমেন্টের আগে অনুষ্ঠিত এত পার্টিতে যান শাহরুখ খান ও শচীন টেন্ডুলকার। ভারতের বিভিন্ন ক্ষেত্রের নামি-দামি তারকারাও উপস্থিত ছিলেন সেখানে।

শচীন টেন্ডুলকার মাথায় টুপি পরে গিয়েছিলেন। আরও কিছু নিয়েও গিয়েছিলেন কী? সেলফি তোলার সময় আরেকটি টুপি দেন শাহরুখকে। এরপর সেলফি তুলেছেন শচীন। আর এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগে!

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version