Site icon Jamuna Television

নরসিংদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে প্রতিবেশী আরও দুই শিশুকে সাথে নিয়ে মরিয়ম বাড়ির পাশে একটি পুকুর ঘাটে খেলতে যায়। খেলার একপর্যায়ে মরিয়ম পুকুরে পড়ে যায়। পরে সাথে থাকা দুই শিশু বাড়িতে খবর দিলে স্বজনরা এসে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মরিয়মকে মৃত ঘোষণা করে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মরিয়ম ওই গ্রামের কিরন মিয়ার মেয়ে।

এটিএম/

Exit mobile version