Site icon Jamuna Television

অগ্ন্যুৎপাতের শঙ্কায় ইন্দোনেশিয়ার বালি ছাড়ছে মানুষ

যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট আগুং। এরিমধ্যে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পর্যটন এলাকাটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সম্প্রতি মাউন্ট আগুংয়ের আশপাশের এলাকাগুলোতে শত শতবার কম্পন অনুভুত হয়েছ। একটু পরপরই গর্জে উঠছে মাউন্ট আগুং। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় পঞ্চাশ বছর পর জেগে উঠতে পারে সুপ্ত এই আগ্নেয়গিরি। আর লাভা উদগীরণ শুরু হলে কমপক্ষে ৯ কিলোমিটার দূরে সরে যেতে হবে স্থানীয় বাসিন্দাদের।

বালি ভ্রমণে তাৎক্ষণিক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর। উদগীরণ শুরু হলে অঞ্চলটিতে ব্যাহত হতে পারে বিমান চলাচল।

শেষবার ১৯৬৩ সালে মাউন্ট আগুংয়ের জ্বলন্ত লাভায় ঝলসে মৃত্যু হয়েছিল অন্তত দু’হাজার মানুষের।

যমুনা অনলাইন/এফকে

Exit mobile version