Site icon Jamuna Television

৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলো চাচা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের সদর উপজেলায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবু হোসেন (৩৫) নামে প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আজ বুধবার সকালে থানায় মামলা করেছে ছাত্রীর মা।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চৌয়ানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক জানান, মঙ্গলবার বিকালে ছাত্রীকে বাড়িতে রেখে তার মা একটি এনজিওতে ঋণের কিস্তির টাকা শোধ করতে যান। বাড়িতে একা পেয়ে প্রতিবেশী চাচা বাবু হোসেন তাকে ধর্ষণ করেন। এসময় ছাত্রীর চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসলে বাবু পালিয়ে যান।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ আসামিকে ধরার চেষ্টা চলছে।

Exit mobile version