Site icon Jamuna Television

১১ নভেম্বরের পর প্রতিটি অলিগলি যুবলীগের দখলে থাকবে: পরশ

ছবি: সংগৃহীত।

১১ নভেম্বরের পর দেশের প্রত্যেকটা অলিগলি যুবলীগের দখলে থাকবে। রাজপথ কীভাবে দখলে রাখতে হয় তা বিএনপিকে তা দেখিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রংপুরে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ নভেম্বর) রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। বেলা সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ফজলে শামস পরশ।

প্রধান অতিথির বক্তব্যে পরশ অভিযোগ করেন, বিএনপি একটি প্রতারক রাজনৈতিক দল। তারা জনগণের সাথে প্রতারণা করেছে। দেশকে দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত করেছিল বিএনপি।

সম্মেলনে ২৩ জন সভাপতি এবং ১৮ জন সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

এসজেড/

Exit mobile version