Site icon Jamuna Television

বাইজুসের গ্লোবাল অ্যাম্বাসেডর মেসি

ছবি: সংগৃহীত

ভারতীয় কোম্পানি ই-লার্নিং অ্যাপ বাইজুসের গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন ফুটবলার লিওনেল মেসি। সবার জন্য শিক্ষাকে সুনিশ্চিত করতে কাজ করে এই সংস্থাটি।

বাইজুসের প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আর্জেন্টাইন এই মহাতারকা। ভারতীয় ক্রিকেট দল এবং আসছে কাতার বিশ্বকাপের পৃষ্ঠপোষক এই সংস্থা। প্রায় ৫০ লক্ষ্য শিশুকে শিক্ষার আওতায় আনা তাদের মূল লক্ষ্য।

মেসিকে পেয়ে সম্মানিত বোধ করছেন বলে জানান বাইজুসের সহ-প্রতিষ্ঠাতা দিব্য গোকুলনাথ। তিনি বলেছেন, গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে লিওনেল মেসিকে পেয়ে আমরা আনন্দিত ও সম্মানীত। তিনি প্রজন্মের এমন এক প্রতিভা যার উৎকর্ষের সাধন, মানসিকতা, নম্রতা এবং নির্ভরযোগ্যতা বাইজুসের ব্র্যান্ড ভেল্যুর সাথে গভীরভাবে অনুরণিত।

আরও পড়ুন: বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে বেছে নেয়া কেন, ক্লপের প্রশ্ন

/এম ই

Exit mobile version