Site icon Jamuna Television

পল্লবীতে কিশোর গ্যাংয়ের হাতে স্বামী খুনের ৮ মাস পর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি।

রাজধানীর মিরপুরের পল্লবীতে কিশোর গ্যাংয়ের হাতে স্বামী জাহিদের মৃত্যুর ৮ মাস পর স্ত্রী চাঁদনীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। পরিবারের দাবি, তাকে হত্যা করেছে ঐ কিশোর গ্যাংই। তবে ময়নাতদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে পুলিশ।

৮ মাস আগে স্বামী জাহিদের মৃত্যু হয় কিশোর গ্যাংয়ের হাতে। এ নিয়ে করা মামলা তুলে নিতে নানাভাবে হয়রানি ও হুমকি-ধামকির শিকার হচ্ছেন বলে জানিয়েছিলেন চাঁদনী। শনিবার (৫ নভেম্বর) রাত ৮ টার কিছু পর পল্লবীর ভাড়া ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় চাঁদনীর মরদেহ।

চাঁদনীর শ্বশুর-শ্বাশুড়ির দাবি, তাদের ছেলে জাহিদের হত্যাকারীরাই খুন করেছে পুত্রবধুকেও। তবে বাড়িওয়ালা দাবি করেছেন, ঘটনার সময় ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। শিশু কন্যার কান্নার শব্দ শুনে ছুটে আসে এলাকাবাসী।

প্রাথমিক সুরতহালে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত ও গভীরতর তদন্তের মাধ্যমে রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের ডিসি জসীম উদ্দীন মোল্লা। চাঁদনীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে।

/এম ই

Exit mobile version