Site icon Jamuna Television

দ.আফ্রিকাকে ১৫৯ রানের টার্গেট দিলো নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২এ সেমিতে যাওয়ার দৌড়ে দক্ষিণ আফ্রিকাকে ১৫৯ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস।

টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার স্টিফেন মাইবার্গ ও ম্যাক্স ওডাউড এর ব্যাটে দারুণ শুরু পায় নেদারল্যান্ডস। ব্যক্তিগত ৩৭ রানে মাইবার্গকে ফিরিয়ে ৫৮ রানে ওপেনিং জুটি ভাঙেন এইডেন মার্করাম। ৯৭ রানের মাথায় কেশব মহারাজের শিকার হয়ে ২৯ রান করে ওডাউড ফিরলে টম কুপার চড়াও হন প্রোটিয়া বোলারদের উপর।

তবে ১৫তম ওভারের শেষ বলে ১১২ রানের মাথায় কুপারকে তুলে নিয়ে আবারও ডাচদের ছন্দপতন ঘটান মহারাজ। ১৯ বলে ৩৫ রান করেন টম কুপার। শেষ দিকে ঝড়ো ব্যাটিং শুরু করেন কলিন অ্যাকারম্যান।

শেষ দুই ওভারে ৩১ রান তুলে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি গড়ে নেদারল্যান্ডস। অ্যাকারম্যান অপরাজিত থাকেন ৪১ রানে।

ডাচদের বিপক্ষে জয় পেলেই সেমি নিশ্চিত হবে প্রোটিয়াদের। আর হারলে সুযোগ তৈরি হবে বাংলাদেশ-পাকিস্তানের জন্য।

/এনএএস

Exit mobile version