Site icon Jamuna Television

ধর্ষণের অভিযোগে গ্রেফতার লঙ্কান ওপেনার গুনাথিলাকা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কা বিশ্বকাপ স্কোয়াডের টপ অর্ডার ব্যাটার দানুশকা গুনাথিলাকাকে গ্রেফতার করা হয়েছে। দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলের সাথেই অস্ট্রেলিয়ায় ছিলেন গুনাথিলাকা। এর মাঝেই, অনলাইনে ডেটিং অ্যাপে পরিচিত হওয়া রোজ বে’র অধিবাসী এক নারীকে গত ২ নভেম্বর যৌন হয়রানি করেছেন এই ক্রিকেটার, এমন অভিযোগ এসেছে নিউ সাউথ ওয়েলস পুলিশের কাছে। ইচ্ছের বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন গুনাথিলাকা, এমন অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী নারী।

এর আগে, ২০১৮ সালে একই কারণে দানুশকা গুনাথিলাকাকে বরখাস্ত করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কায় নরওয়ের এক নারীকে ধর্ষণের অভিযোগে তার সাথের এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিশ্বকাপ মিশন শেষে দল দেশের পথে উড়াল দিলেও অস্ট্রেলিয়ায় পুলিশ হেফাজতে আছেন এই লঙ্কান ক্রিকেটার।

/এনএএস

Exit mobile version