Site icon Jamuna Television

প্রজ্ঞাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে প্রগতিশীল ছাত্রজোট

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে প্রগতিশীল ছাত্রজোট।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রগতিশীল ছাত্রজোটের নেতারা।

একইসাথে ৮ জুলাই ছাত্রলীগের বিরুদ্ধে হামলা-নির্যাতনের অভিযোগে প্রতিবাদ জানিয়ে এবং শিক্ষার গণতান্ত্রিক পরিবেশের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন। একই সাথে কোটা সংস্কার আন্দোলন থেকে আটক হওয়া সব শিক্ষার্থীদের মুক্তির দাবি জানায় প্রগতিশীল ছাত্রজোট।

এছাড়াও আগামী ১২ জুলাই মশাল মিছিল করবে সংগঠনটি। সংবাদ সম্মেলন শেষে সন্ত্রাসী হামলা, গ্রেফতার-হয়রানির প্রতিবাদে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

Exit mobile version