Site icon Jamuna Television

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ছবি: সংগৃহীত।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুফিয়া খাতুন পাখি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সুফিয়া বেগম স্থানীয় বিএডিসি ও টিসিবির স্থানীয় ডিলার ফিরোজ কবির মন্ডলের স্ত্রী।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাহিদুল ইসলাম বাবু জানান, সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্না করতে যান সুফিয়া। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসজেড/

Exit mobile version