Site icon Jamuna Television

লিটনকে ফেরালেন শাহিন আফ্রিদি

ফাইল ছবি

জিতলে সেমিফাইনাল এমন সমীকরণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা দারুণ করলেও শাহিন আফ্রিদির বলে পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন লিটন দাস। ৮ বলে ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন লিটন।

জিতলেই সেমিফাইনাল এমন সমীকরণে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। প্রথমবারের মতো এই আসরে মাঠে নেমেছেন এবাদত হোসেন, নাসুম আহমেদ। ইয়াসির আলী রাব্বী, হাসান মাহমুদ, শরীফুল বাদ পড়েছেন। দলে ঢুকেছেন সৌম্য সরকার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.৪ ওভার শেষে ১ উইকেটে ২৭ রান।

বাংলাদেশের একাদশ: নাজমুল হাসান শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

/এনএএস

Exit mobile version