Site icon Jamuna Television

পিয়ংইয়ং’র ছোড়া মিসাইলের জবাব দিতে সিউল-ওয়াশিংটন মহড়া

উত্তর কোরিয়ার টানা মিসাইল ছোঁড়ার মোক্ষম জবাব দিতেই অঞ্চলটিতে ‘বোমারু বিমান- বি ওয়ান বি’ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

গেলো ৩১ অক্টোবর থেকে ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামের যৌথ বিমান মহড়া চালাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। যা শনিবার শেষ হওয়ার কথা থাকলেও আরও একদিন সময় বৃদ্ধি করা হয়। কেননা মহড়াকে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে পিয়ংইয়ং।

প্রতিবেশী দেশগুলোর দাবি, এরমাঝে ছিলো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। গতকালও ছোড়ে ৪টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। সেই হুমকি মোকাবেলায় কোরীয় উপকূলে বোমারু বিমান ওড়ালো মার্কিন বাহিনী। সাথে ছিলো এফ- থার্টি ফাইভ এবং এফ- সিক্সটিন জেট।

সবশেষ ২০১৭ সালে সিউলের সাথে যৌথ সামরিক মহড়ায় ‘বি ওয়ান বি’ ওড়ায় ওয়াশিংটন। গেলো অক্টোবর থেকে, গুয়াম বিমানঘাঁটিতে রাখা হয়েছে এ সিরিজের ৪টি বিমান।

এটিএম/

Exit mobile version