Site icon Jamuna Television

ফাহমিদুল হককে লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন তার সহকর্মী ও বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক মানববন্ধনে এই প্রতিবাদ জানান তারা। এতে বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, অধ্যাপক ড. ফাহমিদুল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার কাউকে তোয়াক্কা করছে না। তারা মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে পুলিশি রাষ্ট্র বানিয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর সময় মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের হাতে লাঞ্ছিত হন অধ্যাপক ফাহমিদুল হক।

যমুনা অনলাইন: কেআর/টিএফ

Exit mobile version