Site icon Jamuna Television

নীলক্ষেতে ডিএসসিসির অভিযান, ভাঙা হবে ১৪৮টি অবৈধ দোকান

রাজধানীর নীলক্ষেত রোড সাইড মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মার্কেটের ১৪৮টি দোকান ভাঙা হবে। সেই সঙ্গে ভাঙা হবে নিচতলার নকশাবহির্ভূত পেছনের অংশ এবং ফুটপাতের ওপর গড়ে তোলা কার্নিস।

রোববার (৬ নভেম্বর) দুপুরে উচ্ছেদ অভিযান শুরু হয়। যার কারণে বৈধ দোকানগুলোও বন্ধ রাখা হয়েছে। ঠিক কবে নাগাদ ভাঙা অংশ সংস্কার করে দোকান করা যাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে দোকানিরা জানিয়েছেন। অভিযানে নেতৃত্ব দেয়া ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অবৈধ দোকানগুলো ভাঙতে চালানো অভিযান আগামীকালও অব্যাহত থাকবে।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

জানা গেছে, মার্কেটটির দ্বিতীয় ও তৃতীয় তলার নকশাবহির্ভূত এসব দোকান বরাদ্দের নামে হাতিয়ে নেয়া হয়েছে কোটি কোটি টাকা। বারবার উদ্যোগ নেয়া হলেও অজ্ঞাত কারণে ভাঙা যায়নি এসব দোকান। সবশেষ সিটি করপোরেশন এগুলো ভাঙার উদ্যোগ নেয়।

/এম ই

Exit mobile version