Site icon Jamuna Television

ভাতার টাকা তছরুপ, সাতক্ষীরায় সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাড়ে তিন হাজার উপকারভোগীর ভাতার টাকা মোবাইল নাম্বার পরিবর্তন হয়ে অন্য নাম্বারে চলে যাওয়া।

জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন কালিগঞ্জে যোগদানের পর উপকারভোগীদের ভাতার টাকা অন্য নাম্বারে চলে যায়। এতে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হন উপকারভোগীরা। ভুক্তভোগীরা অফিসে গিয়ে সমস্যার বিষয়টি জানালেও সমাধান হয়নি। একপর্যায়ে ভাতা না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা উপজেলা সমাজসেবা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এরপর সমাজসেবা অধিদফতরের একটি তদন্ত দল তদন্তে অভিযোগের সত্যতা পান। তারা দেখতে পান, সমাজসেবা অফিসের আইডি পাসওয়ার্ড সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও অফিসের সব স্টাফই নিয়ন্ত্রণ করেন এই গোপন পাসওয়ার্ড। তদন্তে প্রমাণিত হয়, পরিকল্পিতভাবে ৩৫০০ উপকারভোগীর টাকা অন্য নাম্বারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ বলেন, দায়িত্বশীল পদে থেকে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে। সেকারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নগদ অ্যাকাউন্টের মাধ্যমে উপকারভোগীদের মাঝে টাকা বিতরণ করা হয়। যে নাম্বারগুলোতে টাকা চলে গেছে টেকনিক্যাল টিম সেসব একাউন্ট নাম্বারগুলো ক্লোজ করে রেখেছে। ওই নাম্বারগুলো থেকে তারা টাকা তুলতে পারবে না।

ইউএইচ/

Exit mobile version